এনামুল মবিন সবুজ, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর চিরিরবন্দরে মহান জাতীয় স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ মার্চ) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চিরিরবন্দরের স্থানীয় বাসিন্দা জাতীয় কৃতি খেলোয়াড়গণের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের রংপুর বিভাগীয় টিম সদস্য আলহজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর এ আলম সিদ্দিকী নয়ন, জাতীয় নাগরিক পাটির উপজেলা আহ্বায়ক সোহেল সাজ্জাদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুল্লাহ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জাতীয় কাবাডি দলের অধিনায়ক ও দেশসেরা কাবাডি খেলোয়াড় মিজানুর রহমান, স্বর্ণপদক প্রাপ্ত জাতীয় অ্যাথলেট মাসুদ রানা, রংপুর বিভাগীয় জুনিয়র টুর্নামেন্ট সেরা কাবাডি খেলোয়াড় তাহমিদ বারী মিঠু, জাতীয় ভলিবল খেলোয়াড় শহিদুল ইসলাম, শাহজাহান আলী, জাতীয় জুনিয়র কাবাডি সেরা রেইডার মেনহাজুল রাব্বী, জাতীয় সাবেক অ্যাথলেট আবু তালেব, সেরা ফুটবলার সাগর মোহন্ত, সেরা গোলরক্ষক আসাদুজ্জামান আসাদ, জাতীয় জুনিয়র ফুটবল খেলোয়াড় আব্দুল রিয়াদ ফাহিম, জাতীয় এ্যাথলেটিক্সে দীর্ঘলম্ফে ৫ম স্থান প্রাপ্ত আল মাবুদ, দিনাজপুর জেলা চ্যাম্পিয়ন কাবাডি দল, চিরিরবন্দর মহিলা কাবাডি দলের অধিনায়ক মাহবুবা মোরশেদ মিমু, সহ-অধিনায়ক মিফতাহুল জান্নাত মাঈশা, কাবাডি রেফারি ও কোচ মোরশেদ উল আলম, সহকারী কাবাডি কোচ নজরুল ইসলাম, অনূর্ধ্ব ১৭ ফুটবল কোচ মোস্তাফিজুর রহমান বাবু, সহকারী কোচ হুমায়ুন কবির রিপনসহ বিভিন্ন কৃতি খেলোয়াড় ও কোচ, সহকারী কোচদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সকল কর্মকর্তা, সকল বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।