Home দিনাজপুর ঘোড়াঘাটে ১২শ জনকে কুরআনের সবক প্রদান

ঘোড়াঘাটে ১২শ জনকে কুরআনের সবক প্রদান

ঘোড়াঘাটে ১২শ জনকে কুরআনের সবক প্রদান

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি ,(দিনাজপুর) প্রতিনিধিঃ
দ্বীনিয়াত বাংলাদেশের’পৃষ্ঠপোষকতায় মাদরাসাতুল মদীনা-বগুড়ার কুরআন শিক্ষা প্রকল্পের উদ্যোগে ও ঘোড়াঘাট উপজেলা উলামা ঐক্য পরিষদের আয়োজনে এ কুরআনের সবক প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকালে উপজেলার রাণীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এ কুরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুরআনের সবক প্রদান করেন দ্বীনিয়াত বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মুফতি সালমান আহম্মেদ।

দ্বীনিয়াত বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মুফতি সালমান আহম্মেদ বলেন, যে জাতি কুরআনকে পরিত্যাগ করবে, সে জাতি রাষ্ট্র হারাবে ইমান হারাবে সব কিছু হারাবে। বাংলাদেশে ৮৮% মানুষ তাঁরা ভাবে কুরআন শিক্ষতে হবেনা, ইসলামি শিক্ষার দরকার নেই, ৭৫% মানুষের মৌলিক দিন শিক্ষার যোগ্যতা তাঁদের ভিতরে নেই। সবচেয়ে ব্যথিত হৃদয়ের কথা হল বাংলাদেশে এই মূহুর্তে ১০০ ভাগ মানুষের মধ্যে ৯৯ ভাগ মানুষ কুরআন শরীফের তরজমা করে অর্থ বলতে পারেনা। সমাজের নীতি নৈতিকতা এবং পারিবারিক বন্ধন কুরআন শিক্ষার অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে।
তিনি বলেন, মাদ্রাসাতুল মদীনা-বগুড়ার কুরআন শিক্ষা প্রকল্পের উদ্যোগে উপজেলার ১৪৫ টি মসজিদ ভিত্তিক বয়স্ক ব্যক্তিদের কুরআন ও মৌলিক দ্বীন শিক্ষা কোর্স চলছে। সেখানে আনুমানিক ৩ হাজার ৫’শ জন শিক্ষা গ্রহণ করছে। এর মধ্যে ১২০০ জন কে কুরআনের সবক দেয়া হয়েছে। সাথে ‘দ্বীনিয়াত বাংলাদেশ’ এর পক্ষ থেকে নতুন কুরআন প্রদান করা হয়েছে।

এসময় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি ঘোড়াঘাট ঐক্য পরিষদের সভাপতি মাও. মো. কামরুজ্জামান, প্রধান অতিথি মাদরাসাতুল মদিনার প্রতিষ্ঠাতা, বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ এর খতিব মুফতি মনোয়ার হোসেন, প্রদান মেহমান ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সিংড়া ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন, বিশেষ আলোচক মাওলানা মো. রুহুল আমিন সাদী।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here