Sunday, March 16, 2025
Homeদিনাজপুরঘোড়াঘাটে সর্বত্র গাঁজার গন্ধ, উদ্বিগ্ন এলাকাবাসী

ঘোড়াঘাটে সর্বত্র গাঁজার গন্ধ, উদ্বিগ্ন এলাকাবাসী

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট,(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সাম্প্রতিক সময়ে সর্বত্র গাঁজার গন্ধ ছড়িয়ে পড়েছে। অভিযোগ করছেন স্থানীয়রা। গাঁজাসেবীদের দৌরাত্মে অতিষ্ঠ অবিভাবক মহল।
গ্রাম-গঞ্জ,হাট-বাজার, রাস্তা-ঘাট, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশেও গাঁজার ধোঁয়ার গন্ধ গন্ধ ছড়িয়ে পড়েছে। গাঁজার নেশায় জড়িয়ে পড়ছে উঠতি বয়সের কিশোর,তরণ,যুবক স্কুল কলেজের শিক্ষার্থীসহ বয়স্করা। যা অভিভাবক ও সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
অনেকে অভিযোগ করছেন, কিছু অসাধু ব্যক্তি প্রকাশ্যেই গাঁজা সেবন করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির অভাবেই এমন ঘটনা বাড়ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এর প্রভাব বেশি পড়ছে। তাই আইনশৃংলা বাহিনীকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রাখতে হবে বলে মনে করছেন এলাকাবাসী।
স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষক বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। মাদকের বিস্তার রোধে প্রশাসন ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।” এলাকাবাসী দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে প্রশাসনের কার্যকরী ভূমিকা আশা করছেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ছোবল থেকে রক্ষা পায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজমুল হক বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর