মোঃ মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে (৭৬) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার ( ১৪ মার্চ) সকাল ১০টায় সরকারি কলেজ মাঠে এই মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে উপজেলা সকারী কমিশনার মোঃ আব্দুল আল মামুন কাওসার শেখের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনারে চৌকস দলের নেতৃত্ব দেন ঘোড়াঘাঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক। এরপর জানাজা নামাজ শেষে মরদেহ যথাযোগ্য মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। গার্ড অব অনারে মুক্তিযোদ্ধা সংসদ ও বীর মুক্তিযোদ্ধাগণ ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং সর্বস্তরের এলাকাবাসী অংশগ্রহন করে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এর বাড়ি ঘোড়াঘাট পৌরসভার শ্যামপুর কলেজ পাড়া এলাকায়। ওই এলাকায় তার নিজের বাসা রয়েছে। তিনি সেখানেই বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার(১৩ মার্চ) দিবাগত রাতে রাজধানী ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বীর মুক্তিযোদ্ধাগণ এবং সর্ব স্তরের এলাকাবাসী।