Friday, March 21, 2025
Homeদিনাজপুরঘোড়াঘাটে মতিয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

ঘোড়াঘাটে মতিয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ মাহফুজুর রহমান সরকার ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সোনামুখি এলাকার মতিয়ার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১৪।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী শাহ্পাড়া এলাকার কামরুজ্জামান রাজু চৌধুরী (৩৫) ও সাখাওয়াত হোসেন চৌধুরী(২৮)। সম্পর্কে তাঁরা দুই ভাই।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত ৭ ফেব্রুয়ারি একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে বাবুল চৌধুরীর (বাবুর)জমি নিয়ে বিরোধ চলছিল। এ দিন নিহত মতিয়ার রহমান (৫০) তার জামাই আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। পরে দুপুরে আনোয়ার হোসেন তার শ্বশুর মতিয়ার রহমানসহ কয়েকজন মিলে ঐ জমিতে ধান রোপণ করতে যান। খবর পেয়ে বাবলু চৌধুরী ও তার তিন ছেলেসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করেন। আক্রমণকারীদের দেখে জামাই আনোয়ারসহ অন্য লোকজন দৌড়ে পালিয়ে যায়। কিন্তু শ্বশুর মতিয়ার রহমানকে ধরে ফেলেন হামলাকারীরা। এসময় হামলাকারীরা দাঁ দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন মতিয়ার রহমানকে। এতে মতিয়ার রহমানের দুই পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষত-বিক্ষত হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।

পরে এ ঘটনায় নিহত মতিয়ার রহমানের মেয়ে বাদী হয়ে থানায় চার জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার এক ঘণ্টার মধ্যে প্রাধান আসামি বাবুকে গ্রেফতার করতে সক্ষম হয় ঘোড়াঘাট থানা পুলিশ।

নামজুল হক আরও জানান, আজ বৃহস্পতিবার দুপুরে দিকে গ্রেপ্তার দুই জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর