মোঃ মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে জয়রামপুর হাইস্কুল মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২মার্চ (বুধবার) ঘোড়াঘাট উপজেলা বিএনপির পক্ষ থেকে ১ নম্বর বুলাকিপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির ঘোড়াঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান (লাবলু) রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান চৌধুরী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতের আয়োজন করে খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রায়াত আরাফাত রহমান কোকো বেগম জিয়া ও ফ্যাসিবাদী সরকারের আমলে নির্যাতনের শিকার নেতা কর্মীদের জন্য দোয়া করে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।