ঘোড়াঘাটে ইফতার ও আলোচনা সভার মধ্য দিয়ে এবি পার্টির আত্মপ্রকাশ
মোঃ মাহফুজুর রহমান সরকার ঘোড়াঘাট,(দিনাজপুর)প্রতিনিধি.
দিনাজপুরের ঘোড়াঘাটে আমার বাংলাদেশ এবি যুব পার্টির উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে উপজেলার রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা কমিটির আহবায়ক মো. মাহদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আমার বাংলাদেশ যুব পার্টির কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো.শাহাদাতুল্লাহ টুটুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,এবি পার্টির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও দিনাজপুর জেলার শাখার আহবায়ক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শাহিনুর আলম,এবি জেলা যুব পাটির আহবায়ক মো. আমানুল্লাহ সরকার রাসেল,সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সুমন,সদস্য সচিব মো. হাদিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান, ঘোড়াঘাট উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য মো. আব্দুল মান্নান, এবি পার্টির ঘোড়াঘাট উপজেলার শাখার সমন্বয়ক মো. জালাল উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা এবি যুব পার্টির আহবায়ক রবিউল ইসলাম প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ছাত্র,শিক্ষক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, এবি যুব পার্টির ঘোড়াঘাট উপজেলা শাখার সদস্য সচিব মো. সোহরাব হাসান।