Saturday, March 15, 2025
Homeআইন-আদালতঅপরাধ ও দুর্নীতিঘুষ নেওয়ার অভিযোগে এনবিআর কর্মকর্তা বরখাস্ত

ঘুষ নেওয়ার অভিযোগে এনবিআর কর্মকর্তা বরখাস্ত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনলাইন ডেস্কঃ
বদলি আদেশের পরদিনই বরখাস্ত হলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের আয়কর কমিশনার শফিকুল ইসলাম আকন্দ। সেবাগ্রহীতার কাছে ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি এ সংক্রান্ত আদেশ জারি করছে বলেও জানান তিনি।

এনবিআর কর্মকর্তারা জানান, চট্টগ্রামের কর আপিল ট্রাইব্যুনালের বিচারক ছিলেন শফিকুল ইসলাম আকন্দ। সম্প্রতি এক করদাতা তাঁর বিরুদ্ধে প্রধান উপদেষ্টার দপ্তরে ঘুষ চাওয়ার অভিযোগ করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার তাঁকে বরখাস্ত করা হয়। শফিকুল ইসলাম আকন্দকে গতকাল চট্টগ্রাম কর আপিল ট্রাইব্যুনাল থেকে ঢাকায় কর অঞ্চল সাতে বদলি করা হয়। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগেই বরখাস্ত হলেন তিনি।

এদিকে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর নিজ কার্যালয়ে ঘুষ গ্রহণের অভিযোগের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ ধারা মোতাবেক তাকে ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

এ ব্যাপারে বক্তব্য জানতে মোবাইলে যোগাযোগ করা হলে সাড়া দেননি শফিকুল ইসলাম আকন্দ। তিনি বিসিএস ১৩ ব্যাচের আয়কর ক্যাডারের কর্মকর্তা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর