Saturday, March 15, 2025
Homeগাইবান্ধাগোবিন্দগঞ্জে ৯ কেজি গাঁজা সহ পুলিশ সদস্য গ্রেফতার

গোবিন্দগঞ্জে ৯ কেজি গাঁজা সহ পুলিশ সদস্য গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃফেরদাউছ মিয়া,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের এএসআই আনিসুর রহমানকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনিসুর রহমান(৪০) লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত।

থানা পুলিশ জানায়,মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ের মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশি করে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আনিসুর রহমানকে আটক করা হয় । সেই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, আনিসুর রহমান গাইবান্ধার পলাশবাড়ী থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত। তিনি গোবিন্দগঞ্জে গাঁজসহ পুলিশের হাতে আটক হয়েছেন,বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বুধবার(১৯ ফেব্রুয়ারি)গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর