Saturday, March 15, 2025
Homeগাইবান্ধাগোবিন্দগঞ্জে আগুনে পুড়েছে ১১ দোকান

গোবিন্দগঞ্জে আগুনে পুড়েছে ১১ দোকান

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১১টি দোকান ঘর আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বৈরাগীহাটে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, একটি মোবাইল চার্জারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। অনেক চেষ্টা করেও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভান। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৬০ লাখ মালামাল পুড়ে গেছে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমান বলেন____ ‘চারটি মনোহারী দোকান, চারটি চায়ের দোকান, একটি টেলিকমসহ মোট ১১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। প্রায় ৬০ হাজার টাকার বিভিন্ন মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।’ বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা তিনি।

-গাইবান্ধা প্রতিনিধি

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর