Friday, April 18, 2025
Homeকুড়িগ্রামগাজায় গণহত্যার প্রতিবাদে চিলমারী সাংবাদিক ফোরামের বিক্ষোভ মিছিল

গাজায় গণহত্যার প্রতিবাদে চিলমারী সাংবাদিক ফোরামের বিক্ষোভ মিছিল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ফয়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে চিলমারী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় সাংবাদিক ফোরামের সকল সদস্য ও সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পাম্পের মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সাংবাদিক ফোরামের কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাম্প মোড়ের সামনে রাস্তায় অবস্থান নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, সাওরাত হোসেন সোহেল সভাপতি সাংবাদিক ফোরাম চিলমারী, জাহাঙ্গীর আলম সাদ্দাম সাধারণ সম্পাদক চিলমারী সাংবাদিক ফোরাম, চিলমারী হাফেজ কল্যাণ সমিতির সভাপতি হাফেজ ইউসুফ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক ফোরামের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান শান্ত। এছাড়াও উপস্থিত ছিলেন এস এম রাফি যুগ্মসাধারণ সম্পাদক চিলমারী সাংবাদিক ফোরাম, ফয়সাল আহমেদ রকি সাংগঠনিক সম্পাদক, তাহমিনা আক্তার তিশা নারী বিষয়ক সম্পাদক, ইসরাদ জাহান এনি, কার্যকরী সদস্য চিলমারী সাংবাদিক ফোরাম প্রমুখ।

এসময় বক্তাগণ বলেন, গাজায় বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের হত্যা করছে ইসরাইল। ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে এবং ইসরাইলে উৎপাদিত সবধরনের ভোগ্য পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর