Friday, April 18, 2025
Homeনীলফামারীগাজায় গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গাজায় গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

মঙ্গলবার ৮ এপ্রিল সকাল ১১ টায় সরকারি কলেজ প্রাঙ্গণে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন বক্তারা এবং অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান।নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর আগ্রাসন মানবতাবিরোধী অপরাধ। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা।শিশু নারী বৃদ্ধদেরও নির্মমভাবে হত্যা করছে অবৈধ ইসরায়েল সেনারা। বিশ্ব সম্প্রদায়ের উচিত এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া।ফিলিস্তিনে নির্বিচারে নারী-শিশু হত্যা একটি নিকৃষ্ট মানবতা লঙ্ঘন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানবাধিকারের পক্ষে এবং দুঃসময়ে নিপীড়িত মানুষের পাশে রয়েছে।

বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জোবায়েদ ইবনে রুবেল,সদস্য সচিব রাসেল প্রামানিক, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান রোকন, সিঃ সভাপতি সাগর মিয়া, সাঃ সম্পাদক সাজিদ ফয়সাল রাদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কিশোরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি স্বপন মিয়া, সাঃ সম্পাদক সম্রাট, মাগুড়া ইউনিয়ন সভাপতি লেমন বসুনিয়া, রিয়াদ প্রমুখ।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর