Saturday, March 22, 2025
Homeনীলফামারীগাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ সমাবেশ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ সমাবেশ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ডোমার(নীলফামারী) প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে নীলফামারীর ডোমারে সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ডোমার বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাটার মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে ছাত্র প্রতিনিধি অর্ণব আলিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা মন্জুরুল ইসলাম আফেন্দী, ডোমার বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাখার সভাপতি মো. সোহেল রানা।

বক্তারা বলেন, ইসরায়েল শান্তিচুক্তি লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে। নারী, শিশু ও বৃদ্ধদের ওপর এই অমানবিক হামলা বিশ্ব মানবতার জন্য হুমকি স্বরূপ। তাঁরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বর্বরোচিত হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত স্বাধীনতার দাবিতে সংহতি প্রকাশ করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।##
মোঃ আব্দুল্লাহ আল মামুন

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর