Saturday, March 15, 2025
Homeগাইবান্ধাগাইবান্ধার সুন্দরগঞ্জে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ নুরুন্নবী মিয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার ২ মার্চ দুপুরে বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোয়ার আলম।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) নুর মোহাম্মদ, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, গণমাধ্যমকর্মী রেজাউল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুর ইসলাম নুর।

আলোচনা সভায় বক্তারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরে নতুন ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর