Home গাইবান্ধা গাইবান্ধায় ৫৯০ গ্রাম হেরোইন বহনের দায়ে তিনজনের যাবজ্জীবন

গাইবান্ধায় ৫৯০ গ্রাম হেরোইন বহনের দায়ে তিনজনের যাবজ্জীবন

গাইবান্ধায় হেরোইন বহনের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

অনলাইন ডেস্কঃ

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এই রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭) এবং মফিজ উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (৩২)। অপরদিকে, শরিফুল ইসলাম (৪৬) ও আনারুল ইসলাম নামের দুই আসামিকে আদালত খালাস দেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৬ জুলাই র‌্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদেরের নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ট্রাকে করে মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জের দিকে পাচার করা হচ্ছে। পরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের বিনিময় পেট্রোল পাম্প এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন কয়েকটি ট্রাকে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি ট্রাকের কেবিন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ট্রাক মালিক সোহেল রানা, চালক আবুল কালাম আজাদ ও হেলপার আসাদুল ইসলামকে আটক করে র‌্যাব। এ ঘটনায় এসআই আব্দুল কাদের বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেন।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here