মোঃ নুরুন্নবী মিয়া,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১নং বামনডাঙ্গা ইউনিয়নের ২১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০ টি ইভেন্ট তিন শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন।
সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে কাঠগড়া ক্লাস্টারের দ্বায়িত্ব প্রাপ্ত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিপ্লব হাসান মদীনার সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আঃ জব্বার, চেয়ারম্যান, ১নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন এম এ গাফফার মোল্লা,সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ১নং বামনডাঙ্গা,সহকারী শিক্ষক রামদেব বিএল উচ্চ বিদ্যালয়।আরো বক্তব্য রাখেন রহিমা খাতুন,প্রধান শিক্ষক, রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়।এ এইচ এম মাহবুবুর রহমান,প্রধান শিক্ষক, জামালের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।মোঃ আঃ রশিদ মিয়া,প্রধান শিক্ষক, মধ্যে হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়।রীনা রানী সরকার,প্রধান শিক্ষক, পাটকা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।আবুল কাশেম,প্রধান শিক্ষক,বামনডাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন তহফিকার আল মামুন, সাইদুর রহমান মন্ডল, দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, মোঃ মিজান,মোঃ মানিক মিয়া।
ক্রীড়া ইভেন্ট পরিচালনায় ছিলেন রাজ কুমার,সহকারী শিক্ষক মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোঃ সবুজ মিয়া,সহকারী শিক্ষক, কাঠগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফিরোজ কবির, সহকারী শিক্ষক,মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয়।সাংস্কৃতিক ইভেন্ট পরিচালনা করেন আব্দুর রহীম বাদল,সহকারী শিক্ষক, কাঠগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোঃ রেজাউল করিম, সহকারী শিক্ষক, রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়।দিনব্যাপী চলা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যৌথভাবে রেজাউল করিম, সহকারী শিক্ষক,কাঠগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোছাঃ নুরুন্নাহার বেগম, সহকারী শিক্ষক, পাটকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।