Friday, April 11, 2025
Homeগাইবান্ধাগাইবান্ধায় আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

গাইবান্ধায় আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ
গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা খান মো. সাঈদ হোসেন জসিম (৪০) ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাক আহম্মেদ রঞ্জু (৪৮)কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের পুরাতন বাজার এলাকার একোয়াস্টেট পাড়ার রঞ্জুর বাসা থেকে তাদের গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

গ্রেফতার খান মো. সাঈদ হোসেন জসিম জেলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। পেশায় ঠিকাদার। তিনি গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি। জসিমের বাড়ি পৌর শহরের নতুন বাজার মহুরি পাড়ার (বিহারি পট্টি) এলাকায়।

এছাড়া মোস্তাক আহম্মেদ রঞ্জু জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি পৌরশহরের পুরাতন বাজার এলাকার একোয়াস্টেট পাড়ার বাসিন্দা। ২০২০ সালে গাইবান্ধা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া তিনি গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোস্তাক আহম্মেদ রঞ্জুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়িতে অবস্থান করেন খান মো. সাঈদ হোসেন জসিম। পরে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাতেই তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর-আগুনের ঘটনায় জড়িত ছাড়াও বেশ কিছু অভিযোগ রয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় সদর থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের আগে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এদিকে, পুলিশের হাতে গ্রেফতারের পরপরই নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন সাঈদ হোসেন জসিম। সেখানে তিনি লেখেন, ‘রাজনৈতিক মিথ্যা মামলায় গ্রেফতার হলাম। সবার দোয়া চাই।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর