গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব থেকে ডেভিল হান্ট অভিযানে সাবেক কাউন্সিলরসহ আটজন আটক হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টা থেকে ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। এ সময় ক্লাব থেকে অর্থ, গাঁজা ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌর পার্কে অবস্থিত পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে অভিযান চালানো হয়। এতে সদর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানে পাবলিক লাইব্রেরির একটি গোপন কক্ষ থেকে গাঁজা ও জুয়ার সরঞ্জাম, টাকা, মোবাইল ফোনসহ আটজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ রহমান লোটন, কাজী ওয়াদুদ, চিনু, মাহমুদ, ডিপ্টি মিয়া, আবু হোসেন। এ ছাড়া গাইবান্ধা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কাজী জিয়াউল হাফিজ ও ইকবাল কবির অপুকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
শাহীনুর ইসলাম তালুকদার বলেন, আটজনকে আটক করা হলেও দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।