আব্দুল হাই,নাগেশ্বরী (প্রতিনিধি) কুড়িগ্রাম আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য কুড়িগ্রাম জেলার ৪ টি সংসদীয় আসনের মধ্যে গত ৭ ফেব্রুয়ারী ৩টি আসন প্রার্থী চড়ান্ত করলেও নাগেশ্বরী-
ভুরুঙ্গামারী নিয়ে গঠিত ২৫ সংসদীয় (কুড়িগ্রাম-১) আসন প্রার্থী বাছাই
নিয়ে সংকটে ছিলো জামায়াত।
সুপরিচিত ও সজ্জন ব্যক্তি জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ আজিজুর
রহমান স্বপনের প্রার্থী হওয়া নিয়ে চাকুরী বিধি (সরকারী) আইনী জটিলতা
থাকায়, সংকটে পড়ে জামায়াত এই আসনটিতে।
ফলে বিকল্প প্রার্থী চুড়ান্ত করতে স্থানীয় দায়িত্বশীলদের নিদেশ দেয় কেন্দ্রীয়
সংগঠন। গত ৮ ফেব্রুয়ারী নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী দুই উপজেলার ইউনিয়ন
সভাপতি ও সেক্রটারী এবং রোকন (সদস্য) দের মতামত নেয়। অবশেষে স্থানীয়
জামায়াতের মতামতের ভিত্তিতেই ২১ ফেব্রুয়ারী (শুক্রবার) সম্ভাব্য প্রার্থী
হিসেবে মোঃ আনোয়ারুল ইসলামের নাম জেলা জামায়াত কার্যালয়ে এক বৈঠকে
ঘোষনা করা হয়।
আনোয়ারুল ইসলামের প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগাম জেলা
জামায়াতে সহকারী সেক্রেটারী ও সাবেক জেলা শিবির সভাপতি মোঃ শাহজালাল
সবুজ।
এ সময় আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। আনোয়ারু ইসলাম রংপুর মহানগর
জামায়াতের সাবেক নায়েবে আমির,সাবেক শিবির নেতা ও রংপুর- দিনাজপুর অঞ্চল
টিম সদস্য ও রংপুর মডেল কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি কুড়িগ্রাম
জেলা ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির হেভিয়েট প্রার্থী ও সাবেক এমপি মোঃ
সাইফুর রহমান রানার সাথে প্রতিদ্বন্দি¦তা করেই এ আসনে জামায়াতকে জয়লাভ
করতে হবে। প্রথম বারের মত কুড়িগ্রাম ১ আসনে জামায়াতের প্রার্থী হচ্ছেন
আনোয়ারুল ইসলাম।
কুড়িগ্রাম-১ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম
Facebook Comments Box