কুড়িগ্রাম প্রতিনিধি :
‘রাষ্ট্রব্যাপী পণ্যদস্যু হাত, বাঁচাও আমার শিক্ষা ধারাপাত’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের ২০ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন দৈনিক সমকালের উপ-সম্পাদক কবি মাহবুব আজীজ। শনিবার(২২ ফেব্রুয়ারি) বিকালে জেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা সংসদের সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক ও সাধারণ সম্পাদক রিদওয়ান পর্বের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি রাগীব নাঈম, কুড়িগ্রাম জেলা সংসদের সহকারী সাধারণ সম্পাদক রতন অধিকারীসহ আরো অনেকে।
উদ্বোধনী সমাবেশ শেষে একটি র্যালী কুড়িগ্রাম শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। র্যালী শেষে সন্ধ্যায় কুড়িগ্রাম প্রেসক্লাবে ২০তম জেলা সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশন শেষে রিদওয়ান পর্বকে সভাপতি, নিলয় কুমার দাসকে সাধারণ সম্পাদক ও রতন অধিকারীকে সাংগঠনিক সম্পাদক করে এবং তিনটি পদ শূন্য রেখে ২১ সদস্য বিশিষ্ট জেলা সংসদের নতুন এ কমিটি গঠন করা হয়।