Thursday, April 17, 2025
Homeকুড়িগ্রামকুড়িগ্রামে সেনাবাহিনীতে অনুপ্রেরণা বিষয়ক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধন

কুড়িগ্রামে সেনাবাহিনীতে অনুপ্রেরণা বিষয়ক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে সেনাবাহিনীতে অনুপ্রেরণা বিষয়ক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধন হয়েছে। সেনাবাহিনী রংপুর অঞ্চল-৬৬পদাতিক ডিভিশনের একটি পদাতিক ইউনিট কর্তৃক আয়োজনে মঙ্গলবার সকালে জেলার উলিপুর উপজেলা মিলনায়তনে দু’দিন ব্যাপী অনুপ্রেরণামূলক ও নির্দেশনা সেমিনারের প্রথম দিন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম।
আলোচকরা বলেন,বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি করে আমরা গর্বিত। এই বাহিনীতে প্রবেশ করতে গেলে অনেক ধরনের যোগ্যতা লাগে। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেবার জন্য কোন ধরনের টাকার প্রয়োজন হয় না।
উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণীর প্রায় ৬শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ আর্মিতে প্রথম শ্রেণীর গেজেটেড কমিশন্ড অফিসার হিসেবে যোগদানে উৎসাহিত করতে অনুপ্রেরণামূলক ও নির্দেশনা প্রদান করা হয়।
দুই দিনব্যাপী এই সেমিনারের ২য় দিন (৯ এপ্রিল) সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। কুড়িগ্রাম সদর এবং উলিপুর উপজেলার ১২শ শিক্ষার্থীদের এই অনুপ্রেরণামূলক ও নির্দেশনা দেয়া হবে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর