Saturday, March 15, 2025
Homeকুড়িগ্রামকুড়িগ্রামে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা- ইয়াবাসহ গ্রেফতার-২

কুড়িগ্রামে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা- ইয়াবাসহ গ্রেফতার-২

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে যৌথবাহিনীর অভিযানে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তসলিম উদ্দিন।

এর আগে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে যৌথবাহিনীর অভিযানে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নামাপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আশরাফুল আলম (৩৬) ও একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩০)।
পুলিশ জানায়, নিজ বাড়িতে মাদক সেবন করছিলেন তারা। পরে মাদকসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছে বিভিন্ন রঙের ১৫টি ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজাসহ মাদক সেবনের ফয়েল পেপার ও লাইটার পাওয়া যায়।রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তসলিম উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর