কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৬ পিস ইয়াবাসহ নাসির সরদার (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট মহিদেব গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। নাসির সরদার ওই এলাকার মৃত গোলাম রব্বানীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট মহিদেব গ্রামে নাসির সরদারের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তার বাড়ি থেকে ২৬ পিস ইয়াবাসহ তাকে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি দীর্ঘদিন ধরে জেলায় ইয়াবা ব্যবসা করে আসছিলেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।