Monday, March 17, 2025
Homeকুড়িগ্রামকুড়িগ্রামে যৌথবাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ২

কুড়িগ্রামে যৌথবাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ২

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৯২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩ টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিখান ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আকটকৃতরা হলেন, বাছড়া মন্ডলপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে গণি মিয়া (৩৫) ও গকুলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে শরিফুল ইসলাম (৩১)।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে, ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকায় তাদের নিজ বাড়ি থেকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে ৯শ ২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে আটক দুই মাদক ব্যবসায়ীকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল রানা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর