Wednesday, March 26, 2025
Homeকুড়িগ্রামকুড়িগ্রামে ভিজিএফের চাল রাখার দায়ে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, মক্তব থেকে উদ্ধার...

কুড়িগ্রামে ভিজিএফের চাল রাখার দায়ে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, মক্তব থেকে উদ্ধার ৩৮০০ কেজি চাল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img
অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভিজিএফের (ভালনেরাবল গ্রুপ ফিডিং) চাল উদ্ধারের ঘটনায় বিএনপি নেতা জামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার সকালে মামলাটি করেছেন নাগেশ্বরী উপজেলা সমবায় কর্মকর্তা নূর কুতুবুল।
এর আগে শনিবার বিকালে কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশে কালিগঞ্জ বাজারে  মসজিদের ইমাম ইসমাইল হোসেন পরিচালিত মক্তব থেকে ৩,৮০০ কেজি ভিজিএফ চাল উদ্ধার করেন নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। ভিজিএফের চাল উদ্ধারের ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন বিএনপি নেতা। জামাল উদ্দিন নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র মানুষের জন্য  কালিগঞ্জ ইউনিয়নে ৪৭,২৬০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। এসব চাল ৪,৭২৬ টি হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের তালিকা প্রস্তুত করা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে জোরপূর্বক ভিজিএফ কার্ডের ভাগ নিয়েছে। এসব ভিজিএফ কার্ডের চাল উত্তোলণ করে বিএনপি নেতা জামাল উদ্দিনের নেতৃত্বে জমা রাখা হয় মক্তবে। অনেক হতদরিদ্র পরিবার ভিজিএফ কার্ড পায়নি।
কালিগঞ্জ পরিষদের ইউপি চেয়াম্যান মো: রিয়াজুল ইসলাম জানান, শনিবার ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে সুবিধাভোগিদের মাঝে। বিএনপি নেতা কিভিাবে ভিজেএফ চাল সংগ্রহ করেছেন সেটা তিনি বলতে পারবেন না। কোন বিএনপি কর্মী জোরপূর্বক ভিজিএফ কার্ড নেননি। যেহেতু বিষয়টি ইউনিয়ন পরিষদের বাইরের ঘটনা সেহেতু চেয়ারম্যান ও মেম্বাররা এজন্য দায়ী নন।
কালিগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ইসমাইল হোসেন জানান,’ আমার কাছ থেকে মক্তবের চাবি নিয়েছিলেন বিএনপি নেতা জামাল উদ্দিন। তিনি মক্তবে ভিজিএফ চাল সংরক্ষণ করেছিলেন। আমি এ ব্যাপারে জড়িত নই।’
অভিযুক্ত বিএনপি নেতা জামাল উদ্দিন গা ঢাকা দেওয়ায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
নাগেশ্বরী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, ভিজিএফ চাল উদ্ধারের ঘটনায় বিএনপি নেতা জামাল উদ্দিনের বিরুদ্ধেমামলা হয়েছে। ঘটনার পর থেকেই বিএনপি নেতা গা ঢাকা দিয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ‘মসজিদের ইমাম ইসমাইল হোসেনকে শনিবার রাতে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে,’ তিনি বলেন।
নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মাহমুদুল হাসান জানান, স্থানীয় লোকজন মক্তবে রাখা ভিজিএফ চাল আটক করে প্রশাসনকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে গিয়ে মক্তব থেকে ভিজিএফ চাল জব্দ করেন। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার সম্পৃক্ততা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর