Tuesday, April 1, 2025
Homeকুড়িগ্রামকুড়িগ্রামে ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ৩

কুড়িগ্রামে ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ৩

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে তিন বোতল ভারতীয় মদ ও ১০৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ বাদী হয়ে আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ২৯ মার্চ শনিবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া এলাকা থেকে তাদের মাদকসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া এলাকার ছাত্তার আলীর ছেলে বাদশা আলম, একই এলাকার হোসেন আলীর ছেলে আবু আসাদ ও মৃত ছাত্তার আলীর ছেলে সাইফুল ইসলাম।

রৌমারী থানার ওসি (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাখিউড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক কারবারি বাদশা আলমের ১০৫ পিস ইয়াবা ও তিন বোতল ভারতীয় মদসহ বাদশা আলম, আবু আসাদ ও সাইফুল ইসলামকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর