Saturday, March 15, 2025
Homeকুড়িগ্রামকুড়িগ্রামে নিখোঁজ হওয়া ৪ শিশুর পরিবারকে অর্থ সহায়তা প্রদান

কুড়িগ্রামে নিখোঁজ হওয়া ৪ শিশুর পরিবারকে অর্থ সহায়তা প্রদান

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৪ শিশুর মরদেহ নদের ভাটির বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই ৪ শিশুর পরিবারকে অর্থ সহায়তার চেক প্রদান করেছেন নাগেশ্বরী উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে ওই পরিবারের মাঝে জনপ্রতি ৮ হাজার টাকার চেক প্রদান করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ।

এ সময় নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১১ সেপ্টেম্বর বুধবার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ৪জন শিশু নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার সকালে একজনের মরদেহ উদ্ধার এবং দুপুরের দিকে চিলমারী উপজেলার রানীগঞ্জ এলাকা থেকে একজন এবং মোল্লাপাড়া এলাকা থেকে একজনের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।

এছাড়াও আরেকজনের মরদেহ শুক্রবার উদ্ধার হয়। নিহত ৪ জন শিশু হলেন নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের আহাদ আলী বড় মেয়ে আঁখি মনি (১১) ও ছেলে আতিক হাসান (৮), নজরুল ইসলামের ছেলে নাজমুল হাসান (০৮) ও আলম মিয়ার ছেলে জুয়েল রানা (৮)। উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখের ও বেদনাদায়ক। আমি শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক প্রকাশ করছি। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারগুলোকে সহযোগিতা করা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর