Saturday, March 15, 2025
Homeকুড়িগ্রামকুড়িগ্রামে ধরলার চরাঞ্চলে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবী

কুড়িগ্রামে ধরলার চরাঞ্চলে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবী

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায় ফুলবাড়ী কুড়িগ্রাম :

বাহে ধরলার পাড়ে বহু মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। কিন্তু স্বাধীনতার ৫২ বছরও চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন ঘটেনি। ধরলার ভাঙনে ঘর-বাড়ী ১০ থেকে ১৫ বিঘা জমি বিলীন হয়েছে। কমপক্ষে ৮ থেকে ১০ বারের মতো ঘর-বাড়ী সড়ানো হয়েছে। সব হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছি বাহে। ধরলায় বাড়ি-ঘর ও জমি-জমা হারিয়ে মানুষের দ্বাড়ে দ্বাড়ে ঘুরে জীবনটা কাঠিয়েছি বলে শেষ করতে পারবো না। পাঁচ- সাত বছর অন্যে বাড়ীতে ছিলাম। এখন শশুরের দেয়া ১০ শতক জমিতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে কোন রকমেই বসবাস করছি। জমি-জমা ফিরে আসবে না। তবে মানববন্ধনটা একটু ভিন্ন, স্বাধীনতার ৫২ বছরও চর বাসীর জন্য এই দাবীটি কেউয়ে তুলেনি। চরবাসীর জন্য আলাদা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবীতে আজ মানববন্ধন ও সংলাপ অংশ নিয়ে খুবই ভালো লেগেছে বাহে। কারণ আমি বিশ্বাস করি স্বাধীনতার ৫২ বছরও কেউ চরবাসীর এ ধরণের দাবি তুলেনি। আজ যেহেতু চর বাসীর জন্য বিশাল বড় মানববন্ধনের মাধ্যমে দাবীটা শুরু হলো। তবে আজ হোক আর কাল হোক একটা সময় সরকার চরবাসীর উপযুক্ত দাবীটি অবশ্যই পুরণ করবে বলে আমার বিশ্বাস বাহে। ধরলা পাড়ে একান্ত আলাপ কালে এই কথা গুলো বলেন কৃষক দিন মজুর সোনা উদ্দিন (৬২)। তার বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডল গ্রামের।

মানববন্ধনে অংশ নেয়া চরগোরকমন্ডল আবাসনর

বাসিন্দা কপিল উদ্দিন (৭৫) জানান, বাহে ধরলায় সব হারিয়ে আবাসনে বসবাস করছি। তার একটি পা নেই। তিনি আবাসনে চা বিক্রি করে স্ত্রীসহ খেয়ে না খেয়ে দিন পাড় করছে। তাতেও তার কোন দুঃখ নেই। তিনি জীবনের শেষ প্রান্তে এসে আজ ধরলার চরে চরবাসীর ভাগ্য উন্নয়নের জন্য আলাদা চর বিষয়ক মন্ত্রনালয়ের দাবীতে মানববন্ধন ও সংলাপ কর্মসূচিতে অংশ গ্রহণ করতে পেরে খুশি হয়েছেন। আমরা আর কই দিন বাঁচবো বাহে। সারা জীবন আমাদের কষ্ট করতে চলতে হয়েছে। কেউয়ে চরবাসীর জন্য এমন ভালো চিন্তা ভাবনা করে নাই। এই বাদীটি সরকার বাস্তবায়ন করলে ছেলে ও নাতি, পুতিসহ চরবাসীরা একটা নতুন জীবন পাবে বলে তার বিশ্বাস। চর বাসীর জন্য ভালো উদ্যোগ নেওয়ায় তিনি কুড়িগ্রাম জেলা ও ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে ফুলবাড়ী উপজেলার চর উন্নয়ন কমিটির উদ্যোগে নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল এলাকায় ধরলা নদীর দুর্গম চরে এক থেকে দেড় হাজার চরবাসীকে নিয়ে তিন ঘন্টা ব্যাপী বিশাল এ মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ডাঃ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন চরের বাসিন্দা আব্দুর রহমান, গাজীবর রহমান, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুগ্ন সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, জেলার চিলমারী মীর ইসমাইল হোসেন সরকারি কলেজের সাবেক অধ্যাপিকা নাজমুন নাহার বিউটি ফুলবাড়ী চর উন্নয়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক শাহিনুর রহমান শাহীন, কুড়িগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আশরাপ আলী প্রমূখ।

মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু জানান, চরবাসী মানুষের দু:খ কষ্টের শেষ নেই। এমনতেই কুড়িগ্রাম হলো দরিদ্রের রাজধানী। এতো বছরও সংসদ তো দুরের কথা চরবাসীর জন্য আলাদা চর মন্ত্রনালয়ের দাবী কেউয়েই তুলেনি। কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয়ও অবাক হয়েছেন। কুড়িগ্রাম জেলার চারিদিকে চর আর চর। এতো বছরও একটা মানুষও চরবাসীর জন্য আলাদা চর বিষয়ক মন্ত্রনালয়ের দাবী করেনি এটা অত্যান্ত দু:খজনক বলে জানিয়েছেন। তাই জেলা প্রশাসক মহাদয় জেলা বিভিন্ন চরাঞ্চলে পরিদর্শন করেন এবং স্বাস্থ্য, চিকিৎসার অভাবে কিভাবে চরাঞ্চলের মানুষ দু:খ কষ্টে দিন পার করছেন তা তিনি স্ব-চোখে দেখেন। এরপর জেলা প্রশাসক মহাদয়ের পরামর্শে জেলায় চর উন্নয়ন কমিটির গঠন করা হয়েছে। এরপর প্রতিটি উপজেলায় চর উন্নয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়। ফুলবাড়ীসহ তিনটি উপজেলায় চর উন্নয়ন কমিটির উদ্যোগে চরের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য চর বিষয়ক মন্ত্রণালয় দাবি জানিয়ে মানববন্ধন ও সংলাপ কর্মসূচি পালন করা হয়েছে। তিনি মানববন্ধন ও সংলাপ কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবী জানিয়েছেন

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর