Sunday, March 16, 2025
Homeকুড়িগ্রামকুড়িগ্রামে দ্রুত আয়বৃদ্ধিমুলক প্রশিক্ষন অনুষ্ঠিত

কুড়িগ্রামে দ্রুত আয়বৃদ্ধিমুলক প্রশিক্ষন অনুষ্ঠিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img
মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার  দাশেরহাটে বাল্য বিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিাবারের অভিভাবকদের দ্রুত আয় বৃদ্ধিমূলক বিষয়ক ৪দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। এতে বিভিন্ন ইউনিয়নের প্রায় ৫০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।
গত রবিবার ৯ জানুয়ারী আরডিআরএস ফেডারেশন হলরুমে চাইল্ড নট ব্রাইট ও আরডিআরএস বাংলাদেশের আয়োজনে এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগীয়তায় এ প্রশিক্ষন শুরু হয়।
প্রশিক্ষনে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও দৈনিক কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,  জহির রায়হান (জনি) উপজেলা পল্লী সম্পদ অফিসার, নুর আলম উপজেলা কৃষি অফিসার, নুর ইসলাম, বিবিজন খাতুন মুক্তা, সাবরিনা জাহান সুমি, রোশনা খাতুন রোমানাসহ প্রমুখ।
প্রশিক্ষনের ধারাবাহিকতায় পশুপালন, ব্যবসায়, কৃষি, স্বাস্থ্য ও বাল্যবিয়ে প্রতিরোধ নিয়ে আলোচনা করেন প্রশিক্ষকরা ।প্রশিক্ষন শেষে ৫০ জনকে আর্থিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংগঠনটি।
Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর