অনিল চন্দ্র রায়,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী
গ্রেফতারকৃতরা হলেন- চর রাজিবপুর উপজেলা যুবলীগের সহকারী সম্পাদক কামরুল হাসান (৩৭), চিলমারী উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুল ইসলাম (৫৫), রৌমারী শোলমারী ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম (২১), রৌমারী বন্দবের ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম (৪২), ভূরুঙ্গামারী পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান সরকার, ভূরুঙ্গামারী জয়মনিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমান (৫৩), উলিপুর দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সমর্থক বিনোদ চন্দ্র রায় (৫৫), নাগেশ্বরী নেওয়াশী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল মজিদ (৩৬), নাগেশ্বরী বামনডাঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সম্রাট (৩৪), ফুলবাড়ী বড়ভিটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য মুরাত হোসেন (৩৫), একই উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য সুবল চন্দ্র ভদ্র (৬০), নাওডাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য লাল বাবু (৪০), শিমুলবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা (২৫), একই ইউনিয়নের যুবলীগের সক্রিয় সদস্য বুলবুল আহম্মেদ (৩৩) ও কুড়িগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বদল কুমার সরকার।
কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ক্রাইম ইন্সপেক্টর মোঃ মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় মোট ১৫ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে ।