Saturday, March 15, 2025
Homeকুড়িগ্রামকুড়িগ্রামে ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো "হাসিনাকে আবার দেশে দেখতে চাই"

কুড়িগ্রামে ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো “হাসিনাকে আবার দেশে দেখতে চাই”

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি কাপড়ের দোকানের ডিজিটাল সাইন বোর্ডে ভেসে উঠে “হাসিনাকে আবার দেশে দেখতে চাই” লেখাটি। পরে বিষয়টি দেখতে পেয়ে দোকান কর্তৃপক্ষ বোর্ডটি নামিয়ে ফেলে। মোবাইল ফোন এ্যাপস নিয়ন্ত্রিত ডিজিটাল সাইন বোর্ডটির পাসওয়ার্ড হ্যাক করে কোন চক্র এরকম লেখা লিখে দিতে পারে বলে অভিযোগ দোকান মালিকের।

শনিবার (২২ ফেব্রুয়ারী) নাগেশ্বরী পৌরসভার আজিজ সুপার মার্কেটের বিএম গার্মেন্টস এন্ড ফ্যাশন নামের একটি দোকানের ব্যাবহৃত ডিজিটাল সাইন বোর্ডে সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করে ভেসে উঠতে থাকে “হাসিনাকে আবার দেশে দেখতে চাই”।

চার খন্ডে এ লেখাটি পর পর ভেসে উঠতে থাকে। পরে বিএম গার্মেন্টস এন্ড ফ্যাশনের কর্মীরা প্রথমে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে বোর্ডের লেখা প্রদর্শন বন্ধ করেন,এরপর বোর্ডটি খুটি থেকে নামিয়ে ফেলেন।
রাতে বিষয়টি জানাজানি হলে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং বোর্ডটি থানায় নিয়ে যায়।
বিএম গার্মেন্টস এন্ড ফ্যাশনের মালিক শহিদুল ইসলাম জানান, ১ বছর আগে বোর্ডটি ঢাকা থেকে কিনে আনেন তিনি। বোর্ডটিতে তার দোকানের নাম “বিএম গার্মেন্টস এন্ড ফ্যাশন’ প্রদর্শণ হয়ে আসছিলো। প্রতিদিন সন্ধ্যার পর এটি চালু করা হতো। এটিতে লেখা পরিবর্তণ বা নিয়ন্ত্রণ মোবাইল এ্যাপসের মাধ্যমে হয়ে থাকে। হঠাৎ করে শনিবার সন্ধ্যায় আগের লেখা পরিবর্তণ হয়ে এরকম লেখা ভাসতে থাকে। কোন চক্র হয়তো এ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে এরকম লেখা লিখে দিয়েছে।

তিনি আরোও জানান, ঘটনার দিন আমি ঢাকায় অবস্থান করছিলাম। পরে দোকানের কর্মচারীকে ব্যানারটি নামিয়ে ফেলতে বলি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। আমিও একটি সাধারণ ডাইরী করার জন্য থানায় যাচ্ছি। যারা এ কাজটি করেছে তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। ডিজিটাল বোর্ডটি থানায় আনা হয়েছে। দোকানের মালিককে থানায় ডাকা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর