অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ৯৫ কেজি ওজনের একটি বাঘাআইড়। যার বিক্রিত মূল্য ১ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা।
রবিবার(৩০ মার্চ) দুপুরে ব্রহ্মপুত্র নদে চিলমারী এক জেলের ফাঁসি জালে মাছটি ধরা পড়েছে বলে নিশ্চিত করেন ঘাট হাওয়ালদার ফুল মিয়া। পরে মাছটি কেটে বিক্রি করা হবে বলে জানান তিনি। এ সময় মাছটিকে দেখতে উৎসুক মানুষ ভিড় জমান।সেখানে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মাছটি কেটে বিক্রি করা হয় বলে জানান ফুলমিয়া।
তিনি জানান, রবিবার বিকালে স্থানীয় বাজারে মাছটি কেটে কেজি করে বিক্রি করা হয়েছে। তবে মাঝে মধ্যে এরকম বড় মাছ ধরা পড়লে তারা খুব লাভবান হতে পারবেন। ব্রহ্মপুত্র নদে ৯৫ কেজি ওজনের বাঘাআইর মাছে পেয়ে জেলে অনেক খুশি হয়েছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান মিঞা জানান, চিলমারীতে মাঝে মধ্যে বিভিন্ন জাতের বড় বড় মাছ ধরার খবর আসে। এতে বোঝা যায়, এ উপজেলার নদ-নদী এখনও মৎস্য সম্পদে সমৃদ্ধ।