কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুড়িগ্রাম জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আরমান হোসেন আহবায়ক ও সদস্য সচিব ইদ্রিস আলী এবং আরিফ হোসেন কাজলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। রোববার কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের যৌথ স্বাক্ষরে গত শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক আংশিক কমিটিতে আহবায়ক আরমান হোসেন ও সদস্য সচিব ইদ্রিস আলী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল এর নাম ঘোষণা করা হয়।
স্বাক্ষরিত পত্রে আরো বলা হয় আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি করে কেন্দ্রে জমা দেয়ার জন্য নিদেশ প্রদান করা হয়।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত জেলা আহবায়ক আরমান হোসেন বলেন, কেন্দ্রীয় কমিটি যে দায়িত্ব আমাকে দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করবো এবং স্বেচ্ছাসেবক দলটিকে আরো শক্তি শালী গড়ে তুলবো।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটি আংশিক ঘোষণা করায় বিএনপি ও সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।