অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের কচাকাটা থানা এলাকায় ৭২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম (৪৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে নারায়নপুর ইউনিয়নের বালারহাট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মাদক কারবারি রফিকুল ইসলাম এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে তার বাড়িতে অভিযান চালালে ৭২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি মোজাফফর হোসেন বলেন, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে কচাকাটা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে শুক্রবার দুপুর সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে
Facebook Comments Box