Sunday, March 23, 2025
Homeকুড়িগ্রামকুড়িগ্রামে চাকিরপশার বিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন

কুড়িগ্রামে চাকিরপশার বিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের অভিযানে চাকিরপশার বিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার চাকিরপশার ইউনিয়নের জলুটারী গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হক।

অভিযান সূত্রে জানা যায়, উল্লিখিত চাকিরপশার বিলের উপর দুইজন ব্যক্তি অবৈধভাবে ঘরবাড়ি দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করছিলেন। তারা বিলের উচ্ছেদের স্বার্থে স্বেচ্ছায় দখল ছেড়ে অন্যত্র বসতি স্থাপন করেন এবং চাকিরপশার বিলের পাড় উচ্ছেদে সহযোগিতা করেন। এ সময় ১৫০ লম্বা ও প্রায় ১৫ ফুট প্রশস্ত বিলের পাড় উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করার সময় চাকিরপশার ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ রাজারহাট থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ড, কুড়িগ্রাম ও এলাকাবাসী উচ্ছেদ কাজে সহযোগিতা প্রদান করেন এবং উচ্ছেদ কার্যক্রমে সন্তুষ্ট জ্ঞাপন করেন।

রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হক জানান, জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং বেহাত হয়ে যাওয়া সরকারের সম্পত্তি উদ্ধারের গতি আরো জোরদার করা হবে।

উল্লেখ্য, চাকিরপশার বিলের বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান যথেষ্ট আন্তরিকতা ও গুরুত্ব দিয়েছেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর