অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কে অটোরিকশার ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম ফাতেমা বেগম (৬৯)। তিনি বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া গ্রামের বাসিন্দা।
শনিবার সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষীমোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা দ্রুত গতিতে সোনাহাট থেকে ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। এসময় ফাতেমা সড়ক পার হচ্ছিলেন। অটোরিকশাটি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গিয়ে মাথা ফেটে যায় এবং তিনি ঘটনাস্থলে মারা যান। বঙ্গসোনাহাট ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য শাহ আলম পরিবারের বরাত দিয়ে জানান, ফাতেমা বেগম সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় সড়কে পরে গিয়ে মারা যান।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।