অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের অগ্রযাত্রায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা,অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম রাজারহাট উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,রাজারহাট উপজেলার জাতীয় নাগরিক পার্টি ১নং সংগঠক মনিবুল হক বসুনীয়া,সংগঠক রায়হান রাজু,ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সমন্বয়ক রেদওয়ান রিফাত মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জাকির হাসান, আহসান হাবীব (সৌরভ) প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে আলোচকরা বলেন,, ফ্যাসিস্ট যেন পুনরুত্থান না হয়। বৈষম্যহীনভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকেই এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়াও পিছিয়ে পড়া কুড়িগ্রামকে এগিয়ে নিতে অগ্রাধিকারের ভিত্তিতে বরাদ্দ ও প্রকল্প নেবার দাবি জানান।আলোচনা সভা শেষে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সহস্রাধিক গরীব- অসহায় মানুষকে ইফতার করা হয়।