কিশোরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা
করুণা কান্ত রায়কে (৪০) পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার ৭ ফেব্রুয়ারি দুপুরে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।
পুলিশ জানায়,আসামি কেড়ে নেয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলা ও গাড়ী ভাংচুরের আসামী আত্বগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা করুণা কান্ত রায় বিশৃংখলা সৃষ্টির লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে চাঁদখানার গ্রামের বাড়ি হতে ওই নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত করুণা কান্ত রায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য।
গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা করুণা কান্ত রায় যুবলীগ নেতা বিমানকে আটকের সময় বাঁধা প্রদান, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুর মামলার আসামি। তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box