রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলার আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনীতিবিদ,সাংবাদিক ও সুধীজনদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আমীর আব্দুর রশিদ শাহ্,এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি ও প্রভাষক মাওলানা আন্তাজুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন, সৈয়দপুর উপজেলা জামায়াতে আমির আব্দুল মুনতাকিম, কিশোরগঞ্জ উপজেলা নায়েবে আমির আখতারুজ্জামান বাদল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হালিম ও ছাত্র সমন্বয়ক আব্দুল মোতালেব। এতে আমন্ত্রিত হিসাবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা জাপার সভাপতি রশিদুল ইসলাম। এছাড়াও ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুধিজনরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।