রাশেদ নিজাম শাহ কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
গত রবিবার রাত ৯.০০ ঘটিকার সময় কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের সাদুরারপুল বাজারে ঘটনাটি ঘটে।
আহত আসাদুল ইসলাম(৫০) কাচামাল ব্যবসায়ী কে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত কাঁচামাল ব্যবসায়ী আসাদুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, বাদী উপজেলার জুম্মাপাড়া গ্রামের আসাদুল ইসলাম(৫০) পিতা-এমাজ উদ্দিন থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী ও বিবাদী হাসিনুর ইসলাম(৪০) ও বম্বু(৩৫) উভয় পিতা মহাতাব ওরফে জাবুরা সাং পুটিমারী কিশোরগঞ্জ দ্বয়ের সাথে পূর্ব পরিচিত থাকার কারনে কাঁচামাল ক্রয় বিক্রয়ের এক পর্যায়ে বিবাদীর নিকট ১৬০০০ টাকা পাওনা হই।দীর্ঘদিন আমার সাথে যোগাযোগ না থাকায় পাওনা টাকা পরিশোধ করিতে বলায় ১৬-৩-২০২৫ ইং প্রদান করিবে বলে অঙ্গীকার করে। ঘটনার দিন ১৬-৩-২৫ ইং রাত ৯:০০ ঘটিকায় সাদুরারপুলে বিবাদীর কাঁচামালের দোকানে গিয়ে পাওনা টাকা পরিশোধ করতে বলায় আমার প্রতি ক্ষিপ্ত হইয়া ওঠে এবং আমাকে গালিগালাজ করে টাকা পাবে না বলিয়া চিৎকার করে উভয়ে কথাবার্তার এক পর্যায়ে আমাকে এলোপাথারী কিল ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে এবং নাকের মধ্যে ঘুষি মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে উক্ত সময় আমার পকেটে থাকা কালেকশনের ৩৭ হাজার ৭৪০ টাকা বাহির করিয়া লয় তারা। এমতাবস্থায় আমার চিৎকারে স্বাক্ষী (১)আবু হোসেন সাং মন্হনা (২)মোখলেছার রহমান(৩৫)সাং সাদুরারপুল উভয়ের সহায়তায় ইজিবাইকে কিশোরগঞ্জ হাসপাতালে আসিয়া ভর্তি হই।
এ ঘটনায় কিশোরগঞ্জ কাঁচাবাজারের ব্যবসায়ীরা হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।