Wednesday, March 19, 2025
Homeনীলফামারীকিশোরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফরহাদ ইসলাম(১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নীলফামারী রংপুর মহাসড়কের পুটিমারী ইউনিয়নের সাদুরারপুল বাজার নামক স্থানে। সে একই ইউনিয়নের মন্থনা গ্রামের আনছার আলীর ছেলে ও বেগম খালেদা জিয়া স্কুলের দশম শ্রেণীর ছাত্র। এসময় এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে কিশোরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্র জানা গেছে, বেগম খালেদা জিয়া স্কুলের দশম শ্রেণীর ছাত্র ফরহাদ হোসেনের স্কুল বন্ধ থাকার কারণে সে কিশোরগঞ্জ বাজারে নিয়মিত কোচিং করতে আসে। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে ফরহাদ ও তাঁর সহপাঠী আকাশ ইসলামসহ দুজনে বাইসাইকেলে করে কিশোরগঞ্জ বাজারের উদ্দেশ্যে কোচিং করার জন্য আসলে সাদুরারপুল বাজার থেকে দুইশতগজ উত্তর দিকে আমিনুরের বাড়ির কাছে পৌঁছামাত্র পিছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক ফরহাদকে চাঁপা দে

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর