রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউপির রণচন্ডী হিন্দুপাড়া গ্রামের দুটি সম্বলহীন পরিবারের বসত ঘর, আসবাবপত্র, গবাদীপশু, নগদ টাকাসহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়েছে। ১৩ এপ্রিল ভোরে বৈদ্যুতিক সট সার্কিটে মুহুর্তেই সব পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ অনন্ত ১৫ লক্ষ টাকা।
বিষয়টি রবিবার দুপুরে নিশ্চিত করে রণচন্ডী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ময়নুল হক জানান, অগ্নিকান্ডে পরিবার দু’টির বসত ঘর, আসবাবপত্র, নগদ টাকাসহ সবকিছু অগ্নিকান্ডে ভস্মিভূত হয়েছে। এতে একটি গরু ও ছয়টি ছাগল পুড়ে গেছে। পরিবার দুইটির বসতভিটা ছাড়া অবশিষ্ঠ কিছু নেই। তারা খোলা আকাশের নীচে জীবনযাপন করছে।
এলাকাবাসী জানায়, রবিবার রাত আড়াইটার দিকে রবিন্দ্র রায়ের ঘর থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা চার দিক ছড়িয়ে পড়লে নিমেষেই শ্রী ঠাকুর দাসের পুত্র শ্রী রবিন্দ্র রায়ের পাঁচটি বসত ঘর, ইশ্বর চন্দ্র বর্মনের পুত্র টেপ্পা বর্মনের দুইটি বসতঘর পুড়ে যায়। এতে আসবাবপত্র, নগদ পাঁচ লক্ষ টাকা, একটি বড় গরু, ছয়টি ছাগল পুড়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নেয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ মহরম আলী জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থল গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।