সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত ইটভাটা বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
১ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের “এমএইচবি” ইটভাটায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আামিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসকের লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে- ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন , ২০১৩ এর ৪ এবং ১৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ফায়ার সার্ভিস ও ভেক্যু মেশিনের সাহায্যে ইট ভাটা ভেঙ্গে ফেলা হয়।
Facebook Comments Box