Wednesday, April 2, 2025
Homeদিনাজপুরকাহারোলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

কাহারোলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।

পরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআমিনুল ইসলাম। পরে কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলির পরে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে স্মৃতি সৌধ্যে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে, মসজিদ, মন্দির ও গির্জা সহ অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর