সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ পালিত হয়েছে।
কাহারোল উপজেলা ক্রীড়া সংস্থা এর আয়োজনে ৬ এপ্রিল রবিবার বিকালে উপজেলার রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ফুটবল ম্যাচ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে র্যালী অনুষ্ঠিত। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মো ঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন, কাহারোল উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম, রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ (বাবু) প্রমূখ। আলোচনা সভা শেষে খেলোয়ারদের মাঝে মেডেল তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।