কে এম কায়সারুল আলম,কালীগন্জ থেকে ফিরেঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পাশে অডিটরিয়াম সংসগ্ন সড়কে প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে একাধিক ওয়েল্ডিং কারখানা।
পরিবেশ আইন না মেনে এসব কারখানার প্রভাবে চোখে আলোক রশ্মি প্রবেশ করে রেটিনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে চিকিৎসকরা জানালেও উপজেলা চত্বরের পাশে ব্যস্ততম সড়কের ধারে ওয়েল্ডিং কারখানাগুলো গড়ে উঠলেও প্রশাসন নীরব ভুমিকা পালন করছে ।
কারখানাগুলো গড়ে উঠায় ঝালাইকালে তীর্যক অতিবেগুনী রশ্মির বিচ্ছুরণ ও উচ্চ শব্দ ছড়িয়ে পড়ায় বিপদের মধ্যে পড়েছে কোমলমতি শিশু, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী, মসজিদের মুসল্লী ছাড়াও আশপাশের দোকানদাররা । ফলে পরিবেশের উপর পড়েছে বিরুপ প্রভাব, হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য ।
এলাকার সচেতন কয়েকজন ব্যক্তি আমাদের এ প্রতিনিধিকে বলেন, “প্রশাসন সচেতন হলে খোলামেলাভাবে কারখানার মালিকরা এ ধরনের কাজ করতে পারতেন না ।”
সরেজমিনে দেখা গেছে, খোলা জায়গায় ওয়েল্ডিংয়ের কাজ করায় পথচারী যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি স্কুল কলেজগামী শিক্ষার্থীরা কৌতুহলবশত ওয়েল্ডিংয়ের কাজ দেখায় চোখের রেটিনা ও লেন্সে ক্ষতি ডেকে আনছে ।
ওয়েল্ডিং কাজের সময় তীব্র তীর্যক আলো বিচ্ছুরণের ফলে অতিবেগুনী রশ্মি যাতে বাহিরে যেতে না পারে এজন্য ঘরের ভিতর আড়াল করে এবং কালো কাপড় দিয়ে ঢেকে কাজ করার নিয়ম থাকলেও তা না মানার পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই অনেক কারখানার ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, প্রশাসনের তদারকি না থাকায়, কারখানার মালিকরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে আগ্রহ হারাচ্ছে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা’র সাথে যোগাযোগ করা হয়নি ।