অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দৈনিক বাংলাদেশ কণ্ঠ ও সোনালি খবর পত্রিকার নাম ব্যবহার করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার প্রতিবাদে কথিত সাংবাদিক আলমগীর হোসেনের নামে মানববন্ধন করেছেন পেশাজীবী সাংবাদিক ও স্থানীয়রা।
আলমগীর হোসেন কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কৃষ্ণপুর ফারাজি পাড়া গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে। বাংলাদেশ কণ্ঠ ও সোনালি খবর পত্রিকা দুটিতে তিনি চুক্তি ভিত্তিক বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে কাজ করছেন বলে জানা গেছে। এছাড়াও মোগলবাসা ইউনিয়নের যুবলীগের সক্রিয় নেতা তিনি।
শনিবার ২৯ মার্চ দুপুরে নাগেশ্বরী উপজেলা এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা সংবাদদাতা মোঃ ওমর ফারুক, এটিএন নিউজ নাগেশ্বরী প্রতিনিধি এস এম সাগর, দৈনিক বাংলার দর্পণ এর জেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম খাঁন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি শফি, মাইটিভির প্রতিনিধি মোঃ লতিফুর রহমান লিংকন, হাফিজুর রহমান হৃদয় প্রমুখ।
বক্তারা জানান, আলমগীর হোসেন সাংবাদিক পেশাকে কলঙ্কিত করে আসছে। এর আগে চাঁদাবাজি মামলায় জেল খেটেছেন। সকাল হলে গাড়ি নিয়ে দলবদ্ধ হয়ে বিভিন্ন উপজেলা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা তুলে বেড়াতেন তিনি। এমন অপরাধে গত ২৮ মার্চ নাগেশ্বরীতে স্থানীয়রা আটকে রেখে মুচলেকা দিয়ে পার পেয়ে যান। তারপরও সংশোধন হয় নাই আলমগীর। মানববন্ধনের মাধ্যমে আমরা জানাতে চাই এই কুলাঙ্গারা মহৎ এ পেশাকে কলঙ্কিত করে আসছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।