এবার এক দফা দাবিতে আন্দোলনে নেমেছেন আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা। রবিবার (১ সেপ্টেম্বর) রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট এলাকায় ওই বিড়ি ফ্যাক্টরির প্রধান ফটকে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা।
শ্রমিকদের অভিযোগ, তাদের ১০০০ পিস বিড়ি তৈরিতে ৫০ টাকা মজুরি দেয় মালিকপক্ষ। নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সামান্য মজুরি দিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। এই অবস্থায় প্রতি হাজার বিড়ি তৈরিতে মজুরি ৫০ টাকার পরিবর্তে ৭০ টাকা করার দাবিতে তারা মালিকপক্ষকে বার বার তাগাদা দিলেও কাজ না হওয়ায় আজ সকালে ফ্যাক্টরির প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন।
এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা রংপুর মিঠাপুকুর শুকুরেরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। ফলে সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আকিজ বিড়ি ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক রাজিব সেন বিড়ি শ্রমিকদের এক দফা দাবি সঙ্গে একমত পোষণ করেন। মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
-রংপুর প্রতিনিধি