Saturday, March 15, 2025
Homeকুড়িগ্রামউলিপুরে সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

উলিপুরে সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আব্দুর রহিম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে এক মাদরাসায় অফিস সহকারীকে
ইবতেদায়ী মৌলভী দেখিয়ে অফিস সহকারী পদে নিয়োগ
বাণিজ্য চেষ্টার অভিযোগ উঠেছে সুপারের বিরুদ্ধে। এমপিও
শীটে অফিস সহকারী হিসেবে বেতন ভাতা ভোগ করলেও
মাদরাসা কর্তৃক দাখিলকৃত বিবরণীতে ইবতেদায়ী মৌলভী
হিসেবে দেখানো হচ্ছে।
জানা গেছে, উপজেলার নারিকেল বাড়ি দাখিল মাদরাসায় ১৯৯৮
সালের ১লা মার্চ অফিস সহকারী হিসেবে যোগদান করেন
মাহফুজার রহমান। মাদরাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদানিত
এমপিও শীটে জাতীয় বেতন স্কেলের ১৪ গ্রেডে বেতনভুক্ত
কর্মচারী তিনি। কিন্তুু ম্যানেজিং কমিটির সদ্য অপসারিত
সভাপতি শাহিনুর আলমগীর সহ মাদরাসা সুপার রবিউল আউয়াল
নিয়োগ বাণিজ্য করতে দীর্ঘদিন ধরে ওই কর্মচারীকে কাগজে
কলমে ইবতেদায়ী মৌলভী হিসেবে দেখাচ্ছেন। আর এদিকে
এমপিও শীটে ইবতেদায়ী মৌলভী হিসেবে নাম যুক্ত করার জন্য
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের সাথে
যোগসাজস চালিয়ে আসছেন। এমতবস্থায় ৫ আগস্ট ছাত্র
জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ
করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গোটা দেশের নেয় অপসারিত
হন সভাপতি আওয়ামী লীগ নেতা শাহিনুর আলমগীর। তবুও থেমে
থাকেনি ওই মাদরাসায় নিয়োগ বাণিজ্যের খড়গ। আরেক
কর্মচারী আবুল কাশেমকে জন্ম তারিখের মারপ্যাচে ফেলে তার
এমপিও বন্ধ করেন মাদরাসা সুপার রবিউল আউয়াল। এ ব্যাপারে
মাদরাসার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান
এর সাথে কথা হলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে তাড়াতাড়ি
সমস্যার সমাধান করা হবে। সুপার রবিউল আউয়াল ভুলক্রমে
মাহফুজার রহমান এর নাম ইবতেদায়ী মৌলভী হিসেবে লেখা
হয়েছে বললেও ভিন্ন কথা বলেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক
জন শিক্ষক। তারা বলেন দীর্ঘ দিন ধরেই বিবরণীতে ইবতেদায়ী
মৌলভী হিসেবে মাহফুজার এর নাম লেখা হচ্ছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর