Monday, March 31, 2025
Homeক্যাম্পাসঈদ উপলক্ষে ৫ দিনের জন্য বন্ধ থাকবে শহীদ মুখতার ইলাহী হল

ঈদ উপলক্ষে ৫ দিনের জন্য বন্ধ থাকবে শহীদ মুখতার ইলাহী হল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হল পবিত্র জুমাতুল-বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে পাঁচদিনের জন্য বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশক্রমে এবং প্রভোস্ট বডির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ মার্চ ২০২৫ (শুক্রবার) সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ৩০ মার্চ ২০২৫ থেকে ৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত হল সম্পূর্ণ বন্ধ থাকবে। এরপর ৪ এপ্রিল ২০২৫ (শুক্রবার) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা পুনরায় হলে ফিরতে পারবেন।

শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এ নির্দেশনায় আবাসিক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে হল ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘ ছুটিতে হল বন্ধ থাকায় অনেকেই নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন। তবে যারা বাইরে যেতে পারবেন না, তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কিছু শিক্ষার্থী।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর